সালথায় যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ আ.লীগের ৫ নেতার পদত্যাগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০৮, ২০২৬

সালথায় যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

 

সালথায় যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ আ.লীগের ৫ নেতার পদত্যাগ
সালথায় যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ আ.লীগের ৫ নেতার পদত্যাগ


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচজন নেতা আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তারা বিএনপিতে যোগদান করেছেন।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন নেতারা। সংবাদ সম্মেলন শেষে বিএনপি নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।


পদত্যাগকারী নেতারা হলেন— উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান নয়ন, যদুনন্দী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হান্নান মৃধা, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ইউনিট সভাপতি রত্তন মাতুব্বর, সাধারণ সম্পাদক টুকু শেখ এবং ৮ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক লিবু মাতুব্বর।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যদুনন্দী ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা সৈয়দ মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মোল্যা, সাংগঠনিক সম্পাদক হিরু শেখসহ সালথায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


পাঁচ নেতার পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান নয়ন। তিনি বলেন, কোনো ধরনের চাপ বা ভয় ছাড়াই তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন এবং ইতোমধ্যে সংগঠনের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।


তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর উন্নয়নমূলক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে তারা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।


এ ঘটনায় সালথার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here