শামা ওবায়েদের নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে চার আ.লীগ নেতার পদত্যাগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০৮, ২০২৬

শামা ওবায়েদের নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে চার আ.লীগ নেতার পদত্যাগ

 

শামা ওবায়েদের নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে চার আ.লীগ নেতার পদত্যাগ
শামা ওবায়েদের নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে চার আ.লীগ নেতার পদত্যাগ


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে চারজন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা দল থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।


আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এক সংবাদ সম্মেলনে তারা নিজেদের পদত্যাগের ঘোষণা দেন এবং বিএনপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।


আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদানকারী নেতারা হলেন: সালথা উপজেলা যুবলীগের সহসভাপতি মো. পাভেল রায়হান,উপজেলা কৃষকলীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক খান,গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল ওহাব মোল্যা,এবং ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. সাইফুল খান।


সংবাদ সম্মেলনে যুবলীগের সাবেক সহসভাপতি মো. পাভেল রায়হান লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, ২০১৫ সালে এক রাজনৈতিক নেতার মাধ্যমে সম্মেলন ছাড়াই মনগড়া কমিটিতে সালথা উপজেলা যুবলীগের সহসভাপতি নির্বাচিত হন। আজ স্বেচ্ছায় ও স্বপ্রণোদিত হয়ে তিনি ও তার সহকর্মীরা পদত্যাগ করছেন।


পাভেল রায়হান বলেন, “তারেক রহমানের দেশ উন্নয়নের কার্যক্রম এবং জননেত্রী শামা ওবায়েদ ইসলামের নীতি-আদর্শ আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তাই আমরা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি এবং শামা ওবায়েদ ইসলাম রিংকুর জন্য কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করছি।”


এক প্রশ্নের জবাবে নেতারা জানান, তাদের ওপর কোনো প্রকার চাপ দেওয়া হয়নি। শামা ওবায়েদ ইসলাম রিংকু তাদের বাড়িতে এসে আলোচনার পর থেকেই বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিশ্চিত হয়।

Post Top Ad

Responsive Ads Here