![]() |
| দুর্নীতি-চাঁদাবাজি যে দলেরই হোক, পুলিশে ধরিয়ে দিন: শামা ওবায়েদ |
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের সম্ভাব্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি এমন একটি দল, যেখানে আলেম-ওলামারা নিরাপদ। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, মানুষের মন জয় করতে হয় ভালোবাসা ও সম্মান দিয়ে। দুর্নীতি, চাঁদাবাজি যে দলেরই হোক, পুলিশে ধরিয়ে দিতে হবে।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে সালথার অনেক আলেম-ওলামা আহত ও নিহত হয়েছেন, কেউ কেউ গুলিবিদ্ধ ও পা ভেঙে বসবাস করছেন। মিথ্যা মামলায় অনেককে জেলে যেতে হয়েছে। আমার বাবা এমপি ও মন্ত্রী থাকাকালে এলাকার কাউকে অবমূল্যায়ন বা অত্যাচার করা হয়নি। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না।
তিনি বলেন, “১২ জানুয়ারি নির্বাচন আসবে যাবে, কিন্তু আপনাদের সঙ্গে আমার সম্পর্ক অম্লান থাকবে। এটা আত্মার সম্পর্ক। গত ১৭ বছরে অনেক ষড়যন্ত্র হয়েছে যেন আমি পাশে না থাকতে পারি, আল্লাহর রহমতে আজও আমি আপনাদের সঙ্গে আছি।”
আগামী নির্বাচনে বিজয়ী হলে রামকান্তপুর ইউনিয়নকে আন্তর্জাতিক মানের মডেল ইউনিয়নে পরিণত করার আশাবাদ ব্যক্ত করে শামা ওবায়েদ বলেন, সালথা উপজেলা বিএনপির কারণে উপজেলা হয়েছে। ২০০১ সালে বেগম খালেদা জিয়া সালথাকে উপজেলা ঘোষণা করেছিলেন।
স্বাস্থ্যখাত নিয়ে তিনি বলেন, “সালথায় ভালো মানের হাসপাতাল নেই। অসুস্থ হলে মানুষকে ফরিদপুর বা ঢাকায় যেতে হয়। নির্বাচিত হলে আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থাপন করব, যেখানে গরিব মানুষ কম খরচে চিকিৎসা পাবে।”
আলেম-ওলামা ও মাদ্রাসা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ছোটবেলা থেকে তার বাবা মাদ্রাসা ও মসজিদগুলোর সর্বোচ্চ সহযোগিতা করতেন। এগুলো সংস্কার ও উন্নত করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “টেন্ডারবাজি, চাঁদাবাজি বা দখলবাজির সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের চরম মূল্য দিতে হবে।”
অনুষ্ঠানে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার সভাপতিত্ব করেন। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আযাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মনির মোল্যা, তৈয়াবুর রহমান মাসুদ, হাসান মাতুব্বর, কামরুল ইসলাম, মুরাদুর রহমান মুরাদ, ইয়াছিন সহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

