‘কম্পিউটার গাড়ি’তে প্রযুক্তি প্রশিক্ষণ, আমতলীতে যুব উন্নয়নের ব্যতিক্রমী উদ্যোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ০৬, ২০২৬

‘কম্পিউটার গাড়ি’তে প্রযুক্তি প্রশিক্ষণ, আমতলীতে যুব উন্নয়নের ব্যতিক্রমী উদ্যোগ

‘কম্পিউটার গাড়ি’তে প্রযুক্তি প্রশিক্ষণ, আমতলীতে যুব উন্নয়নের ব্যতিক্রমী উদ্যোগ
‘কম্পিউটার গাড়ি’তে প্রযুক্তি প্রশিক্ষণ, আমতলীতে যুব উন্নয়নের ব্যতিক্রমী উদ্যোগ



আমতলী (বরগুনা) প্রতিনিধি:

দেখতে যাত্রীবাহী বাসের মতো হলেও এটি কোনো যাত্রী বহন করে না—বহন করে আধুনিক প্রযুক্তি। উচ্চগতির ইন্টারনেট ও ল্যাপটপে সজ্জিত এই ভ্রাম্যমাণ প্রশিক্ষণ যানটিকে স্থানীয়রা ভালোবেসে ডাকছেন ‘কম্পিউটার গাড়ি’। যুবসমাজকে প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বরগুনার আমতলী উপজেলায় এ গাড়ির মাধ্যমে দেওয়া হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ।


যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এই ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কার্যক্রম বর্তমানে আমতলী উপজেলায় চলছে। এতে একসঙ্গে ৪০ জন নারী ও পুরুষ অংশগ্রহণকারী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন।


‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপলস অব বাংলাদেশ (টেকাব)’ শীর্ষক কারিগরি সহায়তাপ্রাপ্ত প্রকল্প-২ এর আওতায় সারাদেশের বিভিন্ন জেলায় এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে সোমবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল থেকে আমতলীতে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়।


সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। বরগুনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাবুদ্দিন সরদারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোজাম্মেল হক এবং সাংবাদিক মো. জাকির হোসেন।


উদ্বোধনের পর সরেজমিনে দেখা যায়, ভ্রাম্যমাণ গাড়ির ভেতরে সারিবদ্ধভাবে বসে প্রশিক্ষণ নিচ্ছেন অংশগ্রহণকারীরা। প্রত্যেকের জন্য রয়েছে আলাদা ল্যাপটপ। প্রশিক্ষক মো. ফারুক আহম্মেদ রিজবী হাতে-কলমে কম্পিউটারের মৌলিক বিষয়, সফটওয়্যার ব্যবহার এবং ইন্টারনেট ব্যবহারের কৌশল শেখাচ্ছেন।


প্রশিক্ষণে অংশগ্রহণকারী হৃদয় চন্দ্র শীল ও মো. আব্দুল্লাহ জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের এই ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ তাদের জন্য অত্যন্ত কার্যকর ও আনন্দদায়ক। তারা বলেন, কম্পিউটার শিক্ষার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে নিজেদের যুক্ত করতে চান।


আমতলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত) কবির আহমেদ বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে, যাতে তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে।


আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, বাংলাদেশকে ডিজিটাল রাষ্ট্রে রূপান্তর করতে হলে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। ভ্রাম্যমাণ কম্পিউটার গাড়ির মাধ্যমে প্রশিক্ষণ আয়োজনের ফলে গ্রাম পর্যায়ে প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটবে এবং বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Post Top Ad

Responsive Ads Here