বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ২ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ সেগুন কাঠ জব্দ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ০৬, ২০২৬

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ২ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ সেগুন কাঠ জব্দ

 

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ২ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ সেগুন কাঠ জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ২ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ সেগুন কাঠ জব্দ


মহুয়া জান্নাত মনি, রাঙামাটি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


সোমবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধীনস্থ রিভারঘাট পোস্টের একটি টহল দল হাবিলদার মো. রুস্তম আলীর নেতৃত্বে বাঘাইছড়ি উপজেলার হাজীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।


অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অবৈধ সেগুন কাঠের গুঁড়ি ও টুকরা ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ৮৩ দশমিক ৮৫ ঘনফুট অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করতে সক্ষম হয় টহল দল।


বিজিবি সূত্র জানায়, জব্দকৃত সেগুন কাঠের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৯ হাজার ৬২৫ টাকা।


মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালান তৎপরতা বাড়িয়েছে।


তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে।



Post Top Ad

Responsive Ads Here