দোয়ারাবাজারে ইরা–হইফার লার্নিং ও শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

দোয়ারাবাজারে ইরা–হইফার লার্নিং ও শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

 

দোয়ারাবাজারে ইরা–হইফার লার্নিং ও শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত
দোয়ারাবাজারে ইরা–হইফার লার্নিং ও শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুবিধাবঞ্চিত ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার এবং কিশোরীদের সহায়তায় বাস্তবায়িত কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ইরা–হইফার লার্নিং ও শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)। মাল্টিসার ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং জিএফএফও (এঋঋঙ)-এর আর্থিক সহায়তায় টুগেদার–২.০ প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।


কর্মশালার উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ। এতে সভাপতিত্ব করেন ইরার টুগেদার–২.০ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রসূন রায়।


অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার অদিতি বিশ্বাস মৌ, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার পুলক রিবেরিও, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


কর্মশালার মূল উদ্দেশ্য ছিল টুগেদার–২.০ প্রকল্পের আওতায় বাস্তবায়িত ডিগনিটি কিট বিতরণ ও মাল্টিপারপাস ক্যাশ সহায়তা কার্যক্রমের পরবর্তী অভিজ্ঞতা, শেখার বিষয়সমূহ এবং উপকারভোগীদের সন্তুষ্টি মূল্যায়ন ও তা শেয়ার করা।


আলোচনায় জানানো হয়, প্রকল্পের আওতায় দোয়ারাবাজার ও বিশ্বম্ভরপুর উপজেলায় মোট ৬০০ জন কিশোরীর মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ৪৯৫ জন উপকারভোগীকে মাথাপিছু ১০ হাজার টাকা করে মাল্টিপারপাস ক্যাশ সহায়তা দেওয়া হয়েছে, যা তাদের মৌলিক চাহিদা পূরণ ও জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।


কর্মশালায় উপকারভোগীরা সহায়তা কার্যক্রমের ইতিবাচক প্রভাব, জীবনমানের উন্নয়ন এবং প্রয়োজনীয় চাহিদা পূরণে সহায়তার অভিজ্ঞতা তুলে ধরেন।


বক্তারা বলেন, এ ধরনের লার্নিং ও শেয়ারিং কর্মশালা ভবিষ্যৎ কর্মসূচিকে আরও কার্যকর ও টেকসই করতে সহায়ক হবে। পাশাপাশি উপকারভোগীদের মতামত ও সন্তুষ্টি ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবে।

Post Top Ad

Responsive Ads Here