![]() |
| চিরস্মরণীয় আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ও তাঁর কালজয়ী অবদান |
হাফিজ মাছুম আহমদ দুধরচকী:
আধ্যাত্মিক রাজধানী সিলেটের মুকুটহীন সম্রাট হযরত শাহজালাল ইয়ামনি (রহ.)-এর ৩৬০ আউলিয়ার অন্যতম উত্তরসূরি হযরত শাহ কামালের বংশধর, উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ রাহবার শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ছিলেন এক জীবন্ত ইতিহাস ও গৌরবোজ্জ্বল কিংবদন্তি।
তিনি আজীবন সত্য ও ন্যায়ের পক্ষে, বাতিলের বিরুদ্ধে এবং রাসূলে পাক (সা.)-এর আদর্শ প্রতিষ্ঠায় আপসহীন সংগ্রাম করে গেছেন। জ্ঞান, প্রজ্ঞা ও আধ্যাত্মিক সাধনার সমন্বয়ে গড়ে ওঠা তাঁর জীবন ছিল কোরআন ও সুন্নাহর বাস্তব প্রতিচ্ছবি। দার্শনিক বাট্রান্ড রাসেলের ভাষায়, জ্ঞানের দ্বারা পরিচালিত জীবনই হলো উত্তম জীবন—আল্লামা ফুলতলী (রহ.) ছিলেন সেই দর্শনের বাস্তব রূপ।
তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই, তবে তাঁর চিন্তা, আদর্শ ও শিক্ষা আজও অগণিত মানুষের জীবনকে আলোকিত করছে। নির্যাতিত, নিপীড়িত ও মজলুম মানুষের পক্ষে তিনি ছিলেন এক সাহসী কণ্ঠস্বর। জালিম ও তাগুতের বিরুদ্ধে তাঁর উচ্চারণ ছিল বজ্রকণ্ঠের মতো দৃঢ়, আবার মুমিনদের জন্য ছিল প্রেম, স্নেহ ও মমতার অফুরন্ত ভাণ্ডার।
ইসলামি সমাজ প্রতিষ্ঠায় তাঁর চরিত্র ছিল নম্রতা, ভদ্রতা ও আত্মসংযমে পরিপূর্ণ। জীবনের শুরু থেকে ইন্তেকাল পর্যন্ত তিনি দ্বীনের খেদমতে নিজেকে উৎসর্গ করেছেন। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে বাতিল শক্তির মোকাবিলায় তিনি ছিলেন নির্ভীক ও দৃঢ়চেতা।
কোরআন, হাদিস, ইজমা ও কিয়াসসহ ইসলামি জ্ঞানের প্রতিটি শাখায় তাঁর ছিল গভীর দখল। একজন আদর্শ শিক্ষাবিদ, মিষ্টভাষী সুবক্তা ও শক্তিমান চিন্তাবিদ হিসেবে তিনি বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হন। ঈমান ও আকিদা রক্ষার আন্দোলনে তাঁকে পাওয়া যেত অগ্নিস্ফুলিঙ্গের মতো।
সাহিত্য ও গবেষণার ক্ষেত্রেও তাঁর অবদান অনন্য। ‘আনোয়ারুস সালিকিন’ ও ‘নালায়ে কলন্দর’ কাব্যগ্রন্থ, এবং কোরআন তিলাওয়াত শুদ্ধ করার জন্য রচিত ‘আল কাউলুস ছাদীদ’ তাঁর চিন্তা ও সাধনার উজ্জ্বল নিদর্শন। এসব গ্রন্থ আজও ইসলামি শিক্ষায় অনুপ্রেরণার উৎস।
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবকল্যাণে তিনি গড়ে তুলেছেন অসংখ্য প্রতিষ্ঠান। লতিফিয়া এতিমখানা, দেওরাইল ফুলতলী কামিল মাদরাসা, সোবহানীঘাট কামিল মাদরাসা, ফ্রি ডিসপেনসারি, লতিফিয়া শিক্ষা কল্যাণ ট্রাস্ট, জমিয়তুল মোদারিছীন এবং বিশ্বব্যাপী কোরআন শিক্ষায় অনন্য দৃষ্টান্ত দারুল ক্বিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্ট—এসব প্রতিষ্ঠান যুগ যুগ ধরে তাঁর আদর্শ বহন করে চলবে।
আশির দশকে সৈয়দপুরে বাতিলপন্থীদের হামলায় রক্তাক্ত হলেও তাঁকে রাসূল (সা.)-এর আদর্শ থেকে বিচ্যুত করা যায়নি। সত্যের পথে তাঁর অবিচলতা ছিল পাহাড়সম দৃঢ়। ইতিহাস সাক্ষ্য দেয়—মিথ্যা ষড়যন্ত্র কখনো স্থায়ী হয়নি, আর হবেও না।
২০০৮ সালের ১৫ জানুয়ারি দিবাগত রাতে মহান রবের ডাকে সাড়া দিয়ে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ইন্তেকাল করেন। তাঁর ইন্তেকালে দেশ-বিদেশে নেমে আসে শোকের ছায়া। ১৬ জানুয়ারি লাখো মানুষ ফুলতলীর বালাই হাওরে সমবেত হয়ে প্রিয় মুর্শিদকে শেষ বিদায় জানান। তাঁর ইচ্ছানুযায়ী নিজ বাড়ির মসজিদের উত্তর পাশে তাঁকে দাফন করা হয়।
শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) আজ কোনো ব্যক্তির নাম নয়—তিনি এক আদর্শ, এক সংগ্রাম, এক দীপ্ত ইতিহাস। মানবতা ও ন্যায়ের সংকটে আজও আমরা তাঁর রেখে যাওয়া রাসূলের আদর্শ ও সাহসী কণ্ঠস্বরকে স্মরণ করি।
মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা—তিনি যেন এই মহান আলেম ও ওলিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাঁর রুহানি ফয়েজ আমাদের সকলকে নসিব করেন। আমিন।

