
সালথায় বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ফরহাদ গ্রেপ্তার
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. সোহেল রানা ফরহাদ (৩৫)।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে সালথা উপজেলার সোনাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সোহেল রানা ফরহাদ সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামের বাসিন্দা এবং খলিল মোল্যার ছেলে। তিনি সালথা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, সোহেল রানা ফরহাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ফরহাদকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
