মইনুল ইসলাম ,গাজীপুর ::
গাজীপু রের চান্দনা এলাকায় জাল টাকা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ জাল টাকাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
আজ শুক্রবার দুপুরে ওই জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গাজীপুর পুলিশ লাইনে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের এ তথ্য জানিয়ে তিনি বলেন, চান্দনা এলাকায় একটি ৪তলা বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ওই বাড়ির ৪তলার একটি ফ্লাটে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। এ সময় জাল টাকা তৈরির চক্রের তিন সদস্যকেও আটক করা হয়েছে।

