চরভদ্রাসনে ভয়াবহ অগ্নিকান্ডে ২ দোকানঘর পুড়ে ছাই, ২ দোকান ক্ষতিগ্রস্ত।। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মার্চ ৩০, ২০১৮

চরভদ্রাসনে ভয়াবহ অগ্নিকান্ডে ২ দোকানঘর পুড়ে ছাই, ২ দোকান ক্ষতিগ্রস্ত।।

নাজমুল হাসান নিরব,চরভদ্রাসন থেকেঃ

ফরিদপুর চরভদ্রাসন উপজেলার সদর বাজারে শুক্রবার ভোরা রাত্র সারে পাঁচটার দিকে এক ভয়াবহ আগুন লাগে।আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয় বলে জানা যায়

প্রত্যাক্ষ সুত্রে জানা যায়,আজ শুক্রবার ভোর রাত্রে পার্শবর্তী মসজিদে মুসল্লিরা নামাজের সালাম ফেরানোর পরেই আগুন লাগার শোরাশুরি শুনতে পায়।ঐ সময় আ:রশীদ নামক এক ব্যাক্তির  ঘর থেকে আগুনের সুত্রপাত হয়।ধারনা করা হয় পুরাতন ও জনজীর্ন ঘর হওয়ায় মশার কয়েল বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।আগুন খুব দ্রুত পাশের ঘরে চলে যায়।ঘর মালিক মোহাম্মাদ আলী ভারাটিয়া নাসিরউদ্দিনকে ফোন দিলে সে সাটার ভাঙ্গতে নিষেধ করে।এদিকে আগুন আসেপাশে চারদিকে ছড়িয়ে পড়ে।
প্রথমে আ:রশীদ এর ঘর,তারপর মো:আলী(ভারাটিয়া নাসির)এর মাল সহ ঘর,আবুল মুন্সীর দোকানের আংশিক অংশ ও মাল, এবং কামাল শিকদারের ঘড়ের চালায় আগুল চলে যায়।
এদিকে ফায়ার সার্ভিসকে ফোন দিলেও দুরুত্বের কারনে তারা আগুন নিয়ন্ত্রণ করার পরে আসে।

আগুনে সবকিছু হারিয়ে প্রত্যেকটা দোকানদার ই পাগল প্রায়।তবে সব থেকে নাসির ও মোহাম্মদ আলীর সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে বলে জানা যায়।
ঘটনাস্থল উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় এমপি পরিদর্শন করেন।

উল্লেখ্য চরভদ্রাসন উপজেলা ও পার্শবর্তী সদরপুর উপজেলার কোন উপজেলায় ফায়ার সার্ভিস ইউনিট নেই

Post Top Ad

Responsive Ads Here