ফরিদপুরে রোজ গার্ডেন হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ১৪ জন আটক!! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মার্চ ৩১, ২০১৮

ফরিদপুরে রোজ গার্ডেন হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ১৪ জন আটক!!

ফরিদপুর থেকে:

শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত রোজ গার্ডেন হোটেলে অভিযান চালিয়ে ৭ নারী সহ ১৪জনকে আটক করেছে ফরিদপুর র‌্যাব ৮ এর একটি দল।
র‌্যাবের ফরিদপুর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইচ উদ্দিন জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় অবস্থিত রোজ গার্ডেন হোটেলে অভিযান চালিয়ে ৭জন নারী, হোটেল ম্যানেজার, দুইজন খদ্দের ও ৪ ইয়াবা ব্যাসায়ীকে আটক করা হয়েছে।

পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে নেয়া হলে আদালতের দুই বিচারক নির্বাহী ম্যাজিস্টেট পারভেজ মল্লিক ও মোঃ রাকিবুজ্জামান অসমাজিক কাজে জরিত থাকায় তিন নারীকে ১৫দিন, ৪ নারীকে ৭দিন কারাদন্ড প্রদান করেন। এছাড়া হোটেল ম্যানেজার আব্দুল ওদুদকে ১মাস, দুই খদ্দেরকে ১৫দিন কারাদন্ড দেয়া হয়।
তিনি বলেন একই সময় ওই হোটেল থেকে ইয়াবাসহ আটক ৪ মাদক ব্যাবসায়ীর মধ্যে ২জনকে এক বছর ও দুই জনকে ৬মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে। ফরিদপুর শহরের প্রতিটি আবাসিক হোটেলে মাঝে মাঝে প্রশাসন অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করলেও এ অসামাজিক ব্যবসা বন্ধ করা সম্ভব হচ্ছে না।

Post Top Ad

Responsive Ads Here