লক্ষ্মীপুরে সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ উপদেষ্টা সিএসপি আবদুর রব চৌধুরীর স্মরণ সভা। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মার্চ ৩১, ২০১৮

লক্ষ্মীপুরে সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ উপদেষ্টা সিএসপি আবদুর রব চৌধুরীর স্মরণ সভা।

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুরঃ-
লক্ষ্মীপুরের রামগতিতে সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগের উপদেষ্টা সিএসপি প্রয়াত আবদুর রব চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় নাগরিক সমাজের আয়োজনে উপজেলার আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু, জেএসডির সহ-সভাপতি তানিয়া রব, কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ-কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আবদুজ্জাহের সাজু, রামগতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনা বেগম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হোসেন লোটাস প্রমুখ।
এসময় সিএসপি আবদুর রব চৌধুরীর পরিবারের পক্ষে বক্তব্য রাখেন রামগতি পৌরসভার সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য, আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য আবদুর রব চৌধুরী গত ১৮ ফেব্রুয়ারি ৮৪ বছর বয়সে ঢাকায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রব চৌধুরী লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সেবা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে মনোনয়ন না পেয়ে বিএনপি ছেড়ে আওয়ামীলীগ থেকে নির্বাচন করেন। ওই সময় তিনি আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্যের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ সরকারের সচিব পদে দায়িত্ব পালন করেছেন। পরে তাঁর মরদেহ বনানী কবরস্থানে সমাহিত করা হয়।

Post Top Ad

Responsive Ads Here