এক লক্ষ ৬৫ হাজার টাকায় বৈধতা পেল ৫ম শ্রেণির ছাত্রীর গণধর্ষণ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ০১, ২০১৮

এক লক্ষ ৬৫ হাজার টাকায় বৈধতা পেল ৫ম শ্রেণির ছাত্রীর গণধর্ষণ!

কচাকাটা প্রতিনিধি:

বিচারের নামে ১,৬৫,০০০ টাকায় বৈধতা পেল গণধর্ষণ! আর এমন ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার বল্লভের খাস ইউনিয়নের চর রহমানের কুটি গ্রামে। ধর্ষিত নাবালিকা স্হানীয় চর রহমানের কুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
স্হানীয় সুত্রে জানা গেছে- বালারহাট কন্যামতির শুক্কুর  আলীর ছেলে জেলাল কবির, বাহার আলী, চর বেরুবাড়ী (ভেলকার চর) গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সৈফুর রহমান  মুঠো ফোনে  গত ২৮/৩/২০১৮ ইং তারিখে সন্ধ্যার সময় পূর্ব পরিচয় সুত্রে সু-কৌশলে মোবাইল মারফৎ  বাড়ির বাইরে ডেকে নিয়ে আসে এবং পালাক্রমে তিন জনই ধর্ষণ করে।
পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে বল্লভের খাস ইউনিয়নের চেয়ারম্যান আকমল হোসেন ধর্ষিত নাবালিকাসহ তার পরিবারকে উপযুক্ত বিচার পাইয়ে দেয়ার আশ্বাস দেয়। পরে কুমোদপুর বাজারে উপযুক্ত বিচারের নামে গ্রাম্য সালিশের মাধ্যমে গত ৩০/০৩/২০১৮ ইং তারিখে ধর্ষকদের কাছ থেকে জন প্রতি ৫৫,০০০ টাকা করে মোট ১,৬৫,০০০টাকা জরিমানা করে।
স্হানীদের অভিযোগ, ধর্ষণের বিচার যদি টাকা দিয়ে হয় তাহলে দেশে আইন আদালত কিসের জন্য? সালিশে ইন্দ্রগড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহদৎ হোসেন ছাড়াও এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
এ ব্যাপারে কচাকাটা থানা অফিসার ইনচার্জ ফারুক খলিল বলেন- এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।

Post Top Ad

Responsive Ads Here