ফরিদপুরে বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ১৫, ২০১৮

ফরিদপুরে বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩

সময় সংবাদ ডেস্কঃ
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ তিনজন আহত হয়েছে। আহতের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাংলা নববর্ষ উপলক্ষে রাজেন্দ্র কলেজের পক্ষ থেকে একটা মঙ্গল শোভাযাত্রা বের হওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় তার একটু পাশেই বেলুন বিক্রেতার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহতরা হলেন বেলুন বিক্রেতা আজিম তালুকদার (৬৭), তাঁর নাতি হৃদয় শেখ (১৬) ও সম্রাট (১০)। তারা তিনজনই বেলুন বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এদিকে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
ঘটনার পর পরই সেখানে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Post Top Ad

Responsive Ads Here