চরভদ্রাসনে ভাঙন কবলিত পদ্মায় স্থায়ী বাঁধ হবে।।সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ০৪, ২০১৮

চরভদ্রাসনে ভাঙন কবলিত পদ্মায় স্থায়ী বাঁধ হবে।।সময় সংবাদ


নাজমুল হাসান নিরব,ফরিদপুর চরভদ্রাসন থেকেঃঃ 
 
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে ভাঙন কবলিত পদ্মা পারে আড়াই কি.মি. এলাকায় এ বছরই স্থায়ী বাঁধ নির্মান কাজ শুরু হবে বলে ঘোষনা দিয়েছেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।
সোমবার বিকেল ৩ টায় উপজেলা সদরে বি.এস. ডাঙ্গী গ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডার শফি উদ্দিন খালাসী বাড়ীতে আয়োজিত এক উঠান বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফর উল্লাহ বলেন, চরভদ্রাসন উপজেলার চারটি ইউনিয়নই পদ্মা নদীর ভাঙনের শিকার। উপজেলাবাসীর সর্বকালের সর্বস্তরের জনগনের একমাত্র চাওয়া পদ্মার পার এলাকায় স্থায়ী বাঁধ নির্মান করা। তিনি বলেন, উপজেলাবাসীর একমাত্র চাওয়াটি পূরন করাতে গত বছর পানি সম্পদ মন্ত্রী সহ পাউবো’র সর্বোচ্চ পদস্থ কর্মকর্তাদের ভাঙন কবলিত পদ্মা পরিদর্শন পূর্বক এমপি ডাঙ্গী গ্রামের পদ্মা পারে মিটিং করে স্থায়ী বাঁধ নির্মানের জন্য জনগণের কাছে ওয়াদাবদ্ধ ছিলাম। একই সাথে উপজেলা সদরে আড়াই কি.মি. পদ্মা পার এলাকায় বাঁধ নির্মানের জন্য ৩৩৪ কোটি টাকার একটি ডিপি তৈরী করে একনেকে পাঠানো হয়েছিল। মাত্র ক’দিন আগে উক্ত প্রকল্পটি প্রি-একনেকে উঠার পর প্রধান মন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন এবং পাশ হয়েছে। তিনি জোর দিয়ে আরও বলেন, পদ্মায় বাঁধ নির্মানের কাজ এ বছরই বর্ষা মৌসুমের আগেই শুরু হবে। তবে উপজেলায় স্থায়ী বাঁধ নির্মান বড় প্রকল্প হিসেবে খন্ড খন্ড আকারে একটু বেশী সময় নিয়ে ৩৩৪ কোটি টাকার কাজ সম্পন্ন হবে বলে তিনি জানান”।
এ উঠান বৈঠকের সভাপতিত্ব করেন উপজেলা ওয়ার্ড আ’লীগ নেতা মোঃ শহীদুল ইসলাম। সার্বিক পরিচালনা করেন উপজেলা যুবলীগের সহসভাপতি দীপু খলাসাী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ ভক্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ উঠান বৈঠকে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক হাজ্বী হাফেজ মোঃ কাউছার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শপি উদ্দিন খালাসী, আ’লীগ নেতা আবুল বাসার, রওশনারা বেগম ও সুচিত্রা রানী শিং প্রমূখ।

Post Top Ad

Responsive Ads Here