গাজীপুরে (জিসিসি) নির্বাচনে সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Sunday, April 15, 2018

গাজীপুরে (জিসিসি) নির্বাচনে সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা


Image result for গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন 
মইনুল ইসলাম,গাজীপুর ,
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে সাতজনের মনোনয়নপত্র বৈধ, দুইজনের স্থগিত এবং একজনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন রোববার দুপুর পর্যন্ত গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে স্থাপিত সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে মেয়র প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ তথ্য জানা গেছে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের স্টাফ অফিসার ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচন অফিসার মো. রেজাউল ইসলাম জনান, এ নির্বাচনের ১০ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ইসলামি ঐক্যজোটের প্রার্থী দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিনের মনোনয়নপত্র স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থী মো. আফছার উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মেয়র পদে বৈধ প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, বিএনপি প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান উদ্দিন সরকার, জাসদের মো. রাশেদুল হাসান রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফন্টের মো. জালাল উদ্দীন, স্বতন্ত্র প্রার্থী হয়ে গাজীপুর মহানগর জামায়াতের সভাপতি মো. সানাউল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ। এদিকে, মনোয়নয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত ৫৭টি সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৯৪ জন প্রার্থী ও ১৯টি সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৮৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সাধারণ আসনের কাউন্সিলর পদের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাচাই চলছিল।

No comments: