চরভদ্রাসনে আউশ ধান উৎপাদনে সার বীজ বিতরন সম্পন্ন।। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ১০, ২০১৮

চরভদ্রাসনে আউশ ধান উৎপাদনে সার বীজ বিতরন সম্পন্ন।।

নাজমুল হাসান নিরব,স্টাফ রিপোর্টার।।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কৃষি অধিদপ্তরের সামনে সোমবার সকাল ১০ টায় কৃষি পূনর্বাসনের অংশ হিসেবে আউশ ধান চাষ সম্প্রসারনের লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় চাষীদের মাঝে বিনামূল্যে সার ও ধান বীজ বিতরন করা হয়েছে।
সার ও ধান বীজ বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেরা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম বিশ্বাস।
জানা যায়, পুষ্টি সমৃদ্ধ আউশ ধান উৎপাদন সম্প্রসারনের লক্ষ্যে সরকারের গৃহিত কর্মসূচী বাস্তবায়নের জন্য উফসী আউশ ও নেরিকা আউশ ধান বীজ বিতরন করেন উপজেলায় কৃষি অধিদপ্তর। উপজেলার প্রতিজন কৃষককে ৫ কেজি করে উফসী আউশ ধান বীজ, ২০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও সেচ সহায়তা বাবদ ৫শ’ করে টাকা সহ মোট ৭৫ জন কৃষককের মধ্যে মোট ৩৭৫ কেজি উফসী আউশ ধান বীজ, দেড় মে.টন. ইউরিয়া সার, ৭৫০ কেজি ডিএপি সার, ৭৫০ কেজি এমওপি সার ও সেচ সহায়তা বাবদ ৩৭ হাজার ৫শ’ টাকা বিতরন করা হয়। এছাড়া একই সময়ে আরও ১০ কৃষককে ৫ কেজি করে ৫০ কেজি নেরিকা আউশ ধান বীজ, ২০ কেজি করে ২০০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি করে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি করে ১০০ কেজি এমওপি সার ও সেচ সহায়তা বাবদ ৫শ’ করে ৫ হাজার টাকা বিতরন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here