ফরিদপুরে ৬ এইচ এস সি পরীক্ষার্থীকে বহিস্কার ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ০৭, ২০১৮

ফরিদপুরে ৬ এইচ এস সি পরীক্ষার্থীকে বহিস্কার !

ফরিদপুর প্রতিনিধিঃ
আজ শনিবার ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী সরকারী বীরশ্রেষ্ট্র আব্দুর রউফ কলেজে কেন্দ্রে ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে কামারখালী বীরশ্রেষ্ট্র আব্দুর রউফ ডিগ্রী কলেজের ৫ পরীক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অপরাধে আগামী এক বছরের জন্য পরীক্ষা থেকে বহিস্কার করা হয়েছে। এরা হলো সোহাগ শেখ (৩৮০৩৩৪), শাফিউদ্দিন (৩৮০১৪২), মো. জিহাদ শেখ (৩৮০২০৫),মো. আমিরুল শেখ (৩৮০৩৫২), মো. আনিচুর রহমান (১৬৮৭০৩) ও আ. মালেক জিহাদী। এদের মধ্যে ৩জন নিয়মিত ও ৩জন অনিয়মিত পরীক্ষার্থী। ওই কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্বে পালন করছেন ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহাবুব আলম  এবং কেন্দ্রের দায়িত্বে ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

Post Top Ad

Responsive Ads Here