জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলে ৫৭২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা।
বুধবার দুপুরে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলো, চাপাঁইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মৃত শামস উদ্দিনের ছেলে মো. তোফাজ্জল (২৭), মানিকগঞ্জ জেলার সিংড়া উপজেলার আব্দুর রবের ছেলে মো. আশরাফুল (২২) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার মো. মিজানুর রহমানের ছেলে নাজমুল হক (১৮)।
র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে মাল বোঝাই ট্রাকে চাপাঁইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। র্যাবের একটি আভিযানিক দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা মোড় সংলগ্ন কাজলী সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে গতকাল সন্ধ্যায় ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। এসময় তাদের দেওয়া তথ্য মতে ওই মালবাহী ট্রাকের ভেতর থেকে ভারতীয় নিষিদ্ধ ৫৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কালিয়াকৈর থানায় মামলা হয়েছে।