ফরিদপুর প্রতিনিধি-
ফরিদপুরে মাদকের বিরুদ্ধে লালকার্ড হাতে তুলে নিয়েছে পুলিশ প্রশাসন। মাদক ব্যবসায়ী ও ক্রেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষনা দিয়ে শহরে একটি র্যালী বের করে। বুধবার বেলা সোয়া বারোটার দিকে কোতয়ালী থানা থেকে মাদক বিরোধী এ র্যালীটি বের হয়। র্যালীটি থানা রোড, মুজিব সড়ক হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র্যালীতে ফরিদপুরের পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, আতিকুল ইসলাম, আমিনুজ্জামান, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম, ওসি তদন্ত এনায়েত হোসেন, সেকেন্ড অফিসার বেলাল হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ রাকিবুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর খোরশেদ আলম প্রমুখ। র্যালীতে ফরিদপুর জেলা পুলিশ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাদক বিরোধী প্রচারনার অংশ হিসাবে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে র্যালী বের করা হয়। পুলিশ সুপার জানান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। মাদকের ক্রেতা-বিক্রেতাদের কোন ভাবেই আর ছাড় দেয়া হবে না। পুলিশের কেউ যদি মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতা থেকে থাকে তাহলে তাদের এখনই সঙ্গ ছাড়তে হবে। নইলে সেই পুলিশের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হবার আহবান জানিয়ে পুলিশ সুপার আরো বলেন, মাদক একটি জাতিকে ধংস করে দেয়। মাদকের ভয়াবহতা থেকে বাঁচতে এবং আগামী প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা হয়েছে। যে কোন মূল্যেই ফরিদপুর জেলা থেকে মাদক ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সমূলে উৎপাটন করা হবে। ফুটবল খেলায় যেমন ফাউল করলে রেফারী লাল কার্ড দেখায়, তেমনি আমরা মাদক ব্যবসায়ী-ক্রেতাদের ফরিদপুর থেকে বিতারন করতে লাল কার্ড দেখিয়েছি।