মেহেরপুরে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদ কর্তৃক অনুদানের চেক বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ১৭, ২০১৮

মেহেরপুরে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদ কর্তৃক অনুদানের চেক বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর
বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদ কর্তৃক ২০১৭-২০১৮ অর্থ বছরে মেহেরপুর জেলার সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক (অতিঃ দায়িত্ব) রফিকুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর সভার প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামিম আরা হীরা। অনুষ্ঠানে ২৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৩ লক্ষ ২২ হাজার টাকার চেক এবং অন্যান্য ৬টি প্রতিষ্ঠানের মাঝে ১৮ লক্ষ ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। চেক প্রাপ্ত প্রতিষ্ঠান গুলো হলো,একতা সমাজ কল্যাণ সমিতি ১৩ হাজার টাকা, পল্লী জন উন্নয়ন সংস্থা ১৩ হাজার টাকা, আমঝুপি উন্নয়ন ফাউন্ডেশন ১৩ হাজার টাকা, হেলথ এ্যান্ড এডুকেশন ডেভলোপমেন্ট অর্গানাইজেশন ১৩ হাজার টাকা, হেলপ ফাউন্ডেশন ১২ হাজার টাকা, ছাতিয়ান লস্করপাড়া কৃষি মৎস বহুমূখী সমাজকল্যান সংস্থা ১৩ হাজার টাকা, আস্থা সংস্থা ১৩ হাজার টাকা, বাদিয়াপাড়া উন্নয়ন সংস্থা ১৩ হাজার টাকা, কমিউনিটি রিকন্সট্রাকশন সেন্টার ১৩ হাজার টাকা, প্রচার যুব উন্নয়ন সংঘ ১৩ হাজার টাকা, অনির্বান সমাজ কল্যান সংস্থা ১২ হাজার টাকা, প্রত্যাশা ১৩ হাজার টাকা, ডা. জামাল উদ্দিন ফাউন্ডেশন ১৩ হাজার টাকা, সোস্যাল ইকোলোজিক্যাল লাইভ হুড প্রোগ্রাম ১৩ হাজার টাকা, সুশান্ত সেচ্ছাসেবী সংস্থা ১৩ হাজার টাকা, চিল্ডেন কেয়ার এন্ড সোস্যাল ডেভলপমেন্ট ১৩ হাজার টাকা, জেলা অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী ১২ হাজার টাকা, হকার্স ফেডারেশন সমাজকল্যান সমিতি ১৩ হাজার টাকা, ফ্রেন্ডস-৮৭ ফ্রেন্ডস ওয়েল ফেয়ার এসোসিয়েশন ১৩ হাজার টাকা, সহানুভূতি ১৩ হাজার টাকা, সততা সংস্থা ১৩ হাজার টাকা, অপরাজিতা ১৩ হাজার টাকা, বাংলাদেশ রুরাল ভেভেলপমেন্ট ফাউন্ডেশন ১৩ হাজার টাকা, অনুপ্রেরণা বহুমূখী দারিদ্র বিমোচন সংস্থা ১৩ হাজার টাকা ও দীঘিরপাড়া সমাজকল্যান সমিতি ১৩ হাজার টাকা। অন্য ৬টি প্রতিষ্ঠান গুলো হলো: রোগীকল্যাণ সমিতি, মেহেরপুর সদর হাসপাতাল ৬ লক্ষ টাকা, রোগীকল্যাণ সমিতি, গাংনী উপজেলা হাসপাতাল ১ লক্ষ ১০ হাজার টাকা, রোগীকল্যাণ সমিতি, মুজিবনগর উপজেলা হাসপাতাল ১ লক্ষ ১০ হাজার টাকা, সমন্বয় পরিষদ ৩ লক্ষ ৫০হাজার টাকা, অপরাধী সংশোধন ও পূূনর্বাসন সমিতি ১লক্ষ ৪৫ হাজার টাকা ও জেলা সমাজকল্যাণ পরিষদ ৫ লক্ষ টাকা। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য একপ্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়াচ্ছেন। বর্তমান সরকার উন্নয়নমূখী সরকার। তাই এই সরকার বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে জনগনের সেবা করে যাচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here