মেহের আমজাদ,মেহেরপুর
আগামী ২০-২১ জুলাই মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলানয়তনে ২দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, প্রফেসর হাসানুজ্জামান মালেক,পিপি পল্লব ভট্টাচার্য, জেলা জাতীয় সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহামেদ, আব্দুল ওয়াদুদ প্রমূখ।

