মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। বক্তব্যে রাখেন মেহেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুক্তার হোসেন দেওয়ান, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মারুফ আহাম্মদ বিজন, গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, জেল সুপার একেএম কামরুল হুদা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-রিচালক বিকাশ কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস,মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ।।

