জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
দৈনিক আমার বার্তার স্টাফ রিপোর্টার হাবিব মোরশেদ তালুকদারের উপর মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। রবিবার দুপুরে ভূঞাপুর উপজেলা চত্বরে মানববন্ধন করেন এলাকাবাসী। এসময় বক্তব্য রাখেন আব্দুল মোন্নাফ তালুকদার, মসলিম মন্ডল, সেলিনা তালুকদার, নিলুফার ইয়াসমীন প্রমুখ। বক্তারা বলেন, মাদক ব্যবসায়ীরা পুলিশের সহায়তায় সাংবাদিক হাবিব মোরশেদ এর উপর হামলা চালায়। অবিলম্বে মাদক ব্যবসায়ী ও হামরাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।
উল্লেখ্য টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী এলাকার গ্রামীন ব্যাংক এর সামনে গত ৯ জুলাই রোববার সকালে এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজ আব্দুস সামাদ ওরফে নৈয়ম গুন্ডা (৩৬) এবং জামাই লুৎফর (৩২) এর নেতৃতে আমার বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার হাবিব মোর্শেদ তালুকদারের উপর অতর্কিত হামলা করেন।
তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ওই সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। ওই হামলায় সাংবাদিক হাবিব মোর্শেদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

