নাটোরে নতুন ‘দৈনিক নাটোরের খবর’-এর প্রকাশনা শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ১৫, ২০১৮

নাটোরে নতুন ‘দৈনিক নাটোরের খবর’-এর প্রকাশনা শুরু

নাটোর প্রতিনিধি 
নাটোরে  দৈনিক নাটোরের খবর নামে নতুন একটি সংবাদপত্রের প্রকাশনা শুরু হয়েছে। রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে দৈনিকটির মোড়ক উন্মোচন করা হয় এবং পুরনো সদর হাসপাতাল প্রাঙ্গনে কান্দিভিটা এলাকায় সদর হাসপাতাল রোডে একই সাথে দৈনিকটির কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথিসহ সকল নেতৃবৃন্দ ।
প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক প্রভাব ও প্রসারের সময়ে স্থানীয় দৈনিক সংবাদপত্রের গুরুত্ব বাড়ছে। এক্ষেত্রে নাটোরের খবর স্থানীয় সমস্যা ও সমস্যা সমাধানের মাধ্যমে উন্নয়ন চিন্তা তুলে ধরে তার অবস্থান তৈরী করে নিতে পারবে। নিরপেক্ষতা বজায় রেখে বস্তÍুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দৈনিকটি গণমানুষের মুখপত্রে পরিণত হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
দৈনিক নাটোরের খবর এর প্রকাশক নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুল এ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম রাব্বি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী নাসিমা বানু লেখা, ডেইলি অবজারভারে জেলা প্রতিনিধি এস এম সেদরুল হুদা ডেভিড, নাটোর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন, দৈনিক জনদেশ এর ব্যবস্থাপনা সম্পাদক এ বি এম মোস্তফা খোকন, নাটোর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারাজী আহম্মদ রফিক বাবন ও দৈনিক নাটোরের খবর এর সম্পাদক আকরামুল ইসলাম। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

Post Top Ad

Responsive Ads Here