ধনবাড়ীর বীরতারা রাস্তার বেহাল দশা ; পাঁকা করণের দাবী এলাকাবাসীর। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ১৭, ২০১৮

ধনবাড়ীর বীরতারা রাস্তার বেহাল দশা ; পাঁকা করণের দাবী এলাকাবাসীর।

টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারা ইউনিয়নের বাজিতপুর পাগলাবাড়ী জোসনার মোড় থেকে কয়া ব্রীজ পাড় পর্যন্ত রাস্তাটির কাচাঁ থাকায় বেহাল দশা হয়ে পড়েছে। এতে চরম দূর্ভোগে পড়েছে এলাকার সাধারণ মানুষ।
এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় সহ¯্রাধিক লোক যাতায়াত করে। ট্রাক,সিএনজি,লেগুনা, নছিমন,করিমন, ভ্যান রিক্সা, অটো রিক্সা সহ সকল ধরনের যানবাহন চলাচল করে । এ রাস্তাটির বেহাল দশা থাকায় পণ্য সরবারহে ভাড়া লাগে দ্বিগুন যা সাধারণ ক্রেতাদের  উপর বর্তায়।
সরেজমিনে,ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বাজিতপুর পাগলাবাড়ী জোসনার মোড়  থেকে কয়া ব্রীজ পাড় পর্যন্ত রাস্তাটির কাচাঁ থাকায় বেহাল দশায় পড়ে রয়েছে। বৃষ্টির দিনে এই রাস্তায় প্রায়ই দূর্ঘটনার কবলে পড়ে সাধারণ মানুষ। এতে করে যাত্রী গন্তব্য স্থলে পৌঁছতে সময় লগে বেশী। রাস্তাটি খারাপ থাকায় অনেক সময়  মমূর্ষ রোগীদের হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয়েছে বলে জানাযায়।
কদমতলী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মুবীন হাসান সোয়াদ ও নবম শ্রেণীর ছাত্রী ফারদিনা আক্তার রনি, মৌ,ও চরাড়া মোহাম্মদস আলী নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী সীমা আক্তার, সেতু আক্তার, অন্তরা,সুমাইয়া আক্তার সহ অনেকে জানান, বৃষ্টির দিনে রাস্তাটি কর্দমাক্ত হয়ে ভ্যান রাস্তা তো দূরের কথা খালি পায়ে হেটে চলাই দূস্কর হয়ে পড়ে। তাই আমাদের  দাবী রাস্তাটি দ্রæত পাকা করা হোক সরকারের কাছে এটাই আমাদের একমাত্র দাবী।
চরপাড়া মোহাম্মদ আলী  শিক্ষিকা জেসমিন আক্তার জানান, এই রাস্তাটি কাচাঁ থাকায় যাতায়াত সহ সকল ধরনের যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি পাকা করা অতি জরুরী দরকার। 
এলাকাবাসী জানান, আমরা দীর্ঘনি যাবৎ শুনতেছি পাকা হবে কিন্তু এখন পর্যন্তও  পাকা হয়নি । আমাদের  ইউনিয়নের মধ্যে এই রাস্তা টি অতি গুরুত্বপূর্ণ জনবহুল রাস্তা। এই রাস্তাটি যাতে পাকা করা হয় এজন্য আমাদের  ধনববাড়ী-মধুপুর  আসনের মাননীয় এমপি বাংলাদেশ আওয়ামীলীগের 

Post Top Ad

Responsive Ads Here