জলঢাকায় বঙ্গবন্ধু বাজার থেকে বটতলি বাজার (ক্যানেল বাঁধ)ভায়া এর শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ২১, ২০১৮

জলঢাকায় বঙ্গবন্ধু বাজার থেকে বটতলি বাজার (ক্যানেল বাঁধ)ভায়া এর শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি

এরশাদ আলম,জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ বঙ্গবন্ধু বাজার থেকে বটতলি বাজার (ক্যানেল বাঁধ)ভায়া এর শুভ উদ্বোধন করেন নীলফামারী -৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি।জানাগেছে ২০ জুলাই শুক্রবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগ গোলনা ইউনিয়ন শাখার আয়োজনে কালীগঞ্জ বঙ্গবন্ধু বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের নেতা মাহফুজার শাহ্, জলঢাকা উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন ছাদের, ছাত্রলীগের সভাপতি নলনী বিশ্বাস জয়, জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজিব শাহ, আওয়ামীলীগ নেতা মহশিন আলী, গোলানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাঃ সম্পাদক, সহ স্থানীয় গন্যমান্য রাজনৈতিক ব্যাক্তিবর্গ।প্রকল্পের নাম আই আর আই ডি পি-২ ঠিকাদার ডিসেন্ট ইন্টারন্যাশল লিঃ নীলফামারী কলেজ পাড়া ।

Post Top Ad

Responsive Ads Here