বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
আগামী একাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করার লক্ষে নাটোরের বড়াইগ্রামে পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌর গেট থেকে মিছিলটি শুরু হয়ে লক্ষীপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর চত্ত¡রে যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সহ-সভাপতি মামুন সরকার ও আব্দুল্লাহ ওমর, সাংগাঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক রাশেদুল ইসলাম বাবুল, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মাহফুজুর রহমান মিঠুন, বড়াইগ্রাম ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম, ওয়ার্ড সভাপতি আফজাল হোসেন সাবু, মামুনুর রহমান মামুন প্রমূখ।
সমাবেশে বক্তারা নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা যাকেই নৌকা প্রতীকে মনোননয়ন দিবেন, তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
