বাবর আল মামুন (নাগরপুর) টাঙ্গাইল
মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেয়ায় টাঙ্গাইলের নাগরপুরে শাহাদৎ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জাানা যায়, নাগরপুর উপজেলার মাজুটিয়া গ্রামের মো. শাজাহানের ছেলে মো. শাহাদৎ হোসেন(৩৫) বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অকথ্য ভাষা ব্যবহার করে কটুক্তি করে তার নিজ নামীয় ফেইসবুকে প্রচার করেন। এ ঘটনায় গোটা উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে মঙ্গলবার(১০ জুলাই) দুপুরে থানা পুলিশ উপজেলা চত্ত¡¡র থেকে ওই কটুক্তিকারীকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব সুজায়েত হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তিকারী শাহাদৎ হোসেনকে ঘৃণা ও ধিক্কার জানাই এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
নাগরপুর থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি করায় মাজুটিয়া গ্রামের শাহাদৎ হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।