ডেস্ক নিউজ-
ফরিদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আশীক মোল্লা (২৩) নামের এক পথচারি নিহত হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুরস্থ ফরিদপুর জুট ফাইবার্সের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আশীক মোল্লা কানাইপুরের লক্ষ্মীপুর গ্রামের তোতা মোল্লার ছেলে। নিহত আশীক ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর থেকে ফরিদপুরগামী একটি ট্রাক ঘটনাস্থলে এলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলায় পথচারী আশীককে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো.নিজামুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে