মেহের আমজাদ,মেহেরপুর
সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় গতকাল সোমবার সকাল ১০টার দিকে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কিশোরীদের পুষ্টি ও মাতৃস্বাস্থ্য বিষয়ে তথ্য প্রদান ও বিনামূল্য নিরাপদ স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। হামিদুল হক এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর পরিবার পরিকল্পনার উপ-পরিচালক বিকাশ কুমার দাস । বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, হাফিজুল ইসলাম ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের এস এ এমও মোছাঃ মেহেরুন নেছা । স্বাগত বক্তব্য রাখেন সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম । অনষ্ঠান শেষে ছাত্রীদের মাঝে বিনামূল্যে নিরাপদ স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।