মেহেরপুরে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের স্মৃতি চারণ ও দোয়া অনুষ্ঠান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ১৮, ২০১৮

মেহেরপুরে মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের স্মৃতি চারণ ও দোয়া অনুষ্ঠান

মেহের আমজাদ,মেহেরপুর 
মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক মীর মাহবুবুর রহমানের স্মৃতি চারণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে মেহেপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত স্মৃতি চারণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। স্মৃতি চারণ ও দোয়া অনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ফোরাম (স্কুল ও মাদ্রাসা)এর সভাপতি ইদ্রীস আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মালেক, উপজেলা শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি,একাডেমিক সুপারভাইজার আনোয়ারুল ইসলাম ও মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। স্মৃতি চারণ ও দোয়া অনুষ্ঠানে শেষে প্রতিষ্ঠান প্রধান ফোরাম (স্কুল ও মাদ্রাসা)এর পক্ষ থেকে মরহুমের স্ত্রী এক লাখ টাকার চেক প্রদান করা হয়। এ সময় প্রয়াত প্রধান শিক্ষক মীর মাহবুবুর রহমানের কন্যা ও পুত্র উপস্থিত ছিলেন। স্মৃতি চারণ ও দোয়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের  শিক্ষক ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here