shomoysangbad.com |
মো:নাজমুল হাসান নিরব, স্টাফ রিপোর্টার-
ফরিদপুর চরভদ্রাসন উপজেলার এমপি ডাংগি এলাকায় নদীভাঙন ভেঙেই চলেছে।গত কয়েকদিন আগে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়।কিন্তু ব্যাগ ফ্যালানোর পরেও ভাঙন কমেনি।একিকে গতকাল রাতে নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়।
খবর পেয়ে গতকাল রাত ১০ টার দিকে ভাঙনকবলিত স্থানে গেলে দেখা যায় মিনিটে মিনিটে বড় বড় মাটির চাপ পড়ে যাচ্ছে। এ অবস্থায় বসতবাড়ির লোকজন ভয়ংকর আতঙ্কে দিন যাপন করছে।
গতকাল রাতে স্থানিয় আবুল কালাম মাষ্টারের বাড়ির পিছনে ব্যাপক ভাঙন হয়।প্রায় ১ ঘন্টায় ১ একর যায়গায় বিলীন হয়ে যায়।এ সময় লোকজনের মধ্যে হাহাকার শুরু হয়ে যায়।সবাই বাড়িঘর সড়ানোর জন্য উঠেলেগে পড়ে। স্থানিয় লোকজন জানায় এভাবে ভাঙতে থাকলে রাস্তা পর্যন্ত ভাঙতে এক রাত লাগবে। স্থানিয় ভাঙন কবলিত আ:ওয়াছেল মাষ্টার জানায় ,আপনারা কি নিউজ করেন আমাদের তো কোন ভাঙন রোধ হয় না।বাড়িঘর ভেঙে গেলে ভাঙন দিয়ে কি করবেন।আরেকজন স্থানিয় রানা আহমেদ জানায় আমরা খুব ভয়ে আছি,কখন বাড়ি ভাঙার কাজে হাত দিতে হয়।আমাদের দেখার কেউ নেই।
জিও ব্যাগ দিয়ে ভাঙন প্রতিরোধ সম্ভব কিনা এ ব্যাপারে এলাকাবাসী বলেন, এই পানির স্রোত ও গভীরতার মধ্যে ভাঙন প্রতিরোধ করা হবে না।তার আগেই পদ্মায় সব ভেঙে যাবে।