মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন, মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান, সিভিল সার্জন ডাঃ জি কে সামসুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আখতার, জেলা বি এম এ সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ,প্রমূখ।
এছাড়াও একই স্থানে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, চোরাচালান প্রতিরোধ কমিটি ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের কর্মকর্তা, জন প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।