জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী এলাকার গ্রামীন ব্যাংক এর সামনে রোববার সকালে এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজ আব্দুস সামাদ ওরফে নৈয়ম গুন্ডা (৩৬) এবং জামাই লুৎফর (৩২) এর নেতৃতে আমার বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার হাবিব মোর্শেদ তালুকদারের উপর অতর্কিত হামলা করেছে।
আহত দৈনিক আমার বার্তা স্টাফ রিপোর্টার হাবিব মোর্শেদ জানান, সাংবাদিক হাবিব মোর্শেদ তার নিজ এলাকা উপজেলার গোবিন্দাসি এলাকায় অবস্থান করাকালে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কতিপয় সন্ত্রাসী দেশীয় অস্ত্র রামদা এবং লাঠিসোটা নিয়ে তার উপর অতর্কিত হামলা করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ওই সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। ওই হামলায় সাংবাদিক হাবিব মোর্শেদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলাকারীরা এখানেই ক্ষান্ত হয় নাই, ঘটনার মোড় অন্য দিকে তারা এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা দুলাল চকদার এর বাড়ীতে এক গোপন বৈঠকে মিলিত হয়। উল্লেখ্য যে সন্ত্রাসীরা এলাকায় বহুদিন যাবৎ স্থানীয় আওয়ামী লীগ নেতা দুলাল চকদার ছত্রছায়ায় থেকে সন্ত্রাসী কর্মকান্ড এবং মাদক ব্যবসা চালিয়ে আসছে। এ নিয়ে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা আগেও দেখে নেওয়ার হুমকি দেয় এর ধারাবাহিকতায় পুর্ব পরিকল্পিত ভাবে এ হামলা চালানো হয়।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম মিয়া জানান, ঘটনাস্থলে মারামারির ঘটনা সম্পর্কে স্থানীয়রা আমাকে জানালে আমি ওই স্থানে পুলিশ পাঠাই। পরে উভয় পক্ষই পূর্বেকার ঘটনার জেরস্বরুপ ২টি অভিযোগ থানায় দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।