টাঙ্গাইলে সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচিত ১১ নেতার পদত্যাগ।SHOMOY SANGBAD - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ০৯, ২০১৮

টাঙ্গাইলে সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচিত ১১ নেতার পদত্যাগ।SHOMOY SANGBAD

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের কুমুদিনী কলেজ গেট-সুরুজ কালিহাতীর রামপুর শাখার সিএনজি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন অনিয়মের কারনে সংগঠনের নির্বাচিত ১৮ জনের মধ্যে ১১ নেতা জেলা শ্রমিক সংগঠনের সভাপতি/সম্পাদকের নিকট পদত্যাগ পত্র জমা দিয়েছেন। 
জানা যায়, টাঙ্গাইল কুমুদিনী কলেজ গেট-সুরুজ কালিহাতীর রামপুর শাখার নবনির্বাচিত নেতারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন অনিয়মের মধ্যে দিয়ে সংগঠন পরিচালনা করে আসছে সংগঠনের সভাপতি/সাধারন সম্পাদক এবং কার্যকরী সভাপতি, যুগ্ম সম্পাদক তাদের সেচ্ছাচারিতা অনিয়ম, সংগঠন বিরোধী কার্যকলাপ চরম পর্যায়ে পৌছেছে বলে জানান। শ্রমিকের মৃত্যুজনিত ভাতা, বাৎসরিক বোনাস, ঈদ বোনাস, বিবাহ বোনাস ও পংগু ভাতাসহ বিভিন্ন কর্মকান্ডে কার্যকরী পরিষদের অন্যান্য নেতাদের সম্পৃক্ত না করা ও অবমূল্যায়ন করার কারনে ওই ১১ নেতা পদত্যাগ করেছেন।
অনিয়মের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থাসহ শ্রমিকদের উপরোক্ত অধিকারগুলো দেওয়ার জোর দাবী জানিয়েছেন সংগঠনের পদত্যাগকারী সহ-সভাপতি সেলিম মিয়া, সহ-সাধারন সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক শেখ ইলিয়াস, কোষাধক্ষ আজাহার, প্রচার সম্পাদক বাবুল মিয়া, দপ্তর সম্পাদক তুহিন, সড়ক সম্পাদক নুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আইয়ুব আলী, কার্যকরী সদস্য আনিছ, হাসান আলী ও লেবু মিয়া প্রমুখ। পদত্যাগপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সিএনজি শ্রমিকদের উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, যেকোন মূহুর্তে সংঘর্ষের আশংকা করছে সংশ্লিষ্ট নেতারা।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা অটো রিক্সা, অটো টেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক বৌদ্দ বাবু পদত্যাগ পত্র গ্রহন করার সত্যতা স্বীকার করেছেন।

Post Top Ad

Responsive Ads Here