লালপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু।shomoy sangbad - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ০৯, ২০১৮

লালপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু।shomoy sangbad

নাটোর প্রতিনিধি:
নাটোরের  লালপুরের আরামবাড়ীয়া বাজার এলাকায় সোমবার দুপুর ১২ টার দিকে ট্রাক চাপায় আশরাফুল ইসলাম খোকন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সে উপজেলার নুরুল্লাপুর গ্রামের আবুল কালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর থেকে ঈশ্বরদী যাবার পথে একটি ট্রাককে ওভারটেক করতে গেলে ট্রাকটি তাকে চাপা দেয় এবং সে পেছনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে ধাওয়া করলে চালক ও হেলপার ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি থানায় নিয়ে আসে। 
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here