বাবর আল মামুন- টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তিয়ার ইউনিয়নে ১৫০ লিটার এসিড সহ রাজেশ শ্যাম নামে এক এসিড ব্যবসায়ীকে আটক করেছে দপ্তিয়ারের স্থানীয় জনতা । আটক করে তাকে দপ্তিয়ার ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে নিয়ে আসা হয় ।
এক পর্যায়ে জনতা তাকে প্রশ্ন করলে তিনি বলেন আমাকে দপ্তিয়ারের আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি ০১৭৯৭৬৬৬৯৯৮ এই নাম্বার থেকে ফোন করে ১৫০ লিটার এসিড ক্রয়ের জন্য অর্ডার দেন । অর্ডার মোতাবেক আমি সিএনজি যোগে ১৫০ লিটার এসিড নিয়ে আসি । দপ্তিয়ার বাজারে এসে তাকে ফোন দিলে সে যথাস্থানে চলে আসে কিন্তুু লোকজনের উপস্থিতি টের পেয়ে সে তাৎক্ষনিক ভাবে পালিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান বাবু বলেন বিএনপি জামাতের কিছু নেতা কর্মী আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের ভাংচুর মামলায় আসামী হয়ে গতকাল জামিন পেয়ে দপ্তিয়ারে বড় ধরনের নাশকতা করার উদ্দেশ্যে এ এসিড সরবরাহ করার আসল কারন হতে পারে । যুবলীগ নেতা নজরূল ইসলাম বলেন , বি এন পি এখন দিশাহারা হয়ে গোপন হামলার মাধ্যমে দপ্তিয়ারে বড় ধরনের নাশকতার পরিকল্পনার সুত্র হতে পারে। স্থানীয় জনগন নাগরপুর থানাকে অবগত করলে পুলিশ এসে তাকে জিঙ্গাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এসিড ব্যবসায়ীর বাড়ী উক্ত জেলার দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামে বাড়ী বলে স্বীকারউক্তি প্রদান করেছে।