আবু মুসা বড়াইগ্রাম প্রতিনিধিনাটোরের বড়াইগ্রামে প্রশাসন জিম্মি করে দাবী আদায় করেছে থ্রি হুইলার চালকরা। বৃহস্পতিবার উপজেলায় আইন শৃংখলা রক্ষা কমিটির মাসিক সভা চলাকালে মিছিল নিয়ে সেখানে প্রায় পাঁচ শতাধিক থ্রি-হুইলার চালক উপস্থিত হয়। এসময় তারা থ্রি-হুইলারের জন্য মহাসড়কে পৃথক লেন না করে তাদের চলাচলের অনুমতি চেয়ে পরিষদ চত্বরে অবস্থান নেয় এবং দাবী আদায় ছাড়া বাড়ি না ফেরার ঘোষনা দেয়।
পরে তাদের দাবীর পেক্ষিতে সভায় উপস্থিত নাটোর- ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস আগামী ৩ই সেপ্টেম্বর পর্যন্ত মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের অনুমতি দেন এবং পুলিশকে আটক থ্রি-হুইলার ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।
বনপাড়া পৌর সভার মেয়র বলেন, উপজেলার আহম্মেদপুর হতে রাজাপুর পর্যন্ত মহাসড়ক ছাড়া চলাচলের বিকল্প রাস্তা নেই। যার ফলে এই সকল এলাকায় কৃষকের কাচা সবজিসহ কৃষিজাত পন্য বনপারা, আহম্মেদপুর ও রাজাপুর বাজারে বিক্রয় করে থাকে। কিন্তু থ্রি-হুইলার ও ব্যাটারী চালিত ভ্যানে ওইসব পন্য পরিবহন করা হতো। সেগুলো বন্ধ থানায় বাজারে কৃষি পন্য সরবরাহবন্ধ হয়ে গেছে। বিষয়টি বিবেচ্য তবে সরকারী আদেশ লংঘন করে নয়।
সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এ বিষয়ে বলেন, স্থাণীয় পরিবেশ বুঝে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। থ্রি-হুইলার চালকদের যদি এটি বন্ধ করে দেওয়া হয় তাহলে এরা না খেয়ে থাকবে, এদের অধিকাংশই বিভিন্ন এনজিও থেকে লোন নিকে গাড়ী কিনেছে। আমরা নিরাপদ সড়কও চাচ্ছি আবার যাতে এসকল লোক বেকার না হয় সেদিকে খেয়াল রাখছি।
ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে আইন শৃংখলা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দিন জোয়াদ্দার, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামানিক, বনপাড়া পুলিশ তদন্দ্র কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল ইসলাম, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন।