টাঙ্গাইলে চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ০৬, ২০১৮

টাঙ্গাইলে চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলে যে সমস্ত যানবাহনের রেজিষ্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও চালকদের ড্রাইভিং লাইসেন্স আছে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালো পুলিশ।
সোমবার দুপুরের টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনার সময় যেসব চালকদের কাগজপত্র ঠিক আছে সেই সব চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল রহমান, টাঙ্গাইল মডেল থানার ওসি (তদন্ত) এ.কে সাইদুল ভূইয়া, এসআই মো. মাসুদ প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল রহমান বলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নির্দেশক্রমে আমরা শহরে অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহনে কাগজপত্র যাচাই করেছি। যাদের কাগজপত্র ঠিক আছে, তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। যাদের কাগজপত্র ঠিক নেই তাদের যানবাহনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দেয়া হয়েছে। এ পর্যন্ত বেশ কয়েকটি যাহনবাহনকে মামলা ও একটি মোটর সাইকেল আকট করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Post Top Ad

Responsive Ads Here