জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাতনামা এক যুবতীর গলাকাটা লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ। সোমবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের পরিত্যক্ত জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের পরিত্যক্ত জায়গায় তারা এক যুবতীর গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে।
নাগরপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে অন্য কোথাও যুবতীকে হত্যা করে তাকে ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে বলে তিনি জানান।