বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা এখন শুধু আওয়ামীলীগের নয়, এটা বাংলাদেশপ্রেমীদের প্রতীক হয়ে উঠেছে। অতি অল্প সময়ে শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন ঘটেছে তাতে সাধারণ মানুষের মধ্যে আওয়ামীলীগের প্রতি আস্থা ও ভালবাসা তৈরী হয়েছে। যার ফলে সাধারণ মানুষ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিতে দিন গুনছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বুধবার বিকেলে উপজেলার গোপালপুর রাজাপুর বাজারে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় এ কথা বলেন। তিনি আরও বলেন, এ উন্নয়ন কর্মকান্ড ও নৌকার পক্ষে গণ জোয়ার ঠেকাতে বিএনপি-জামায়েতের সাথে মুখোশধারী কতিপয় আওয়ামীলীগ নেতারা বিভিন্ন নীল-নকশা করছে। যার প্রেক্ষিতে আজ (বুধবার) দুপুরে গুরুদাসপুরের আ.লীগেরই ৪৫ নেতা-কর্মীকে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি এ সব ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহŸান জানান এবং একই সাথে আগামী নির্বাচনে বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন না দিতে দলের সভাপতি শেখ হাসিনার প্রতি বিনয়ী অনুরোধ জানান।
জেলা পরিষদ সদস্য ও গোপালপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ও যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম জোয়ার্দ্দার, চান্দাই ইউপি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান জিন্নাহ, মাঝগাঁও ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা, জোনাইল ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল বালাম আজাদ, পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রবীণ আ.লীগ নেতা আব্দুস সোবাহান প্রামানিক, জয় বাংলা সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রুবেল বালী, সহ-সভাপতি আবু জাফর, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ।

