জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-টাঙ্গাইলের গোপালপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের একই স্থানে কর্মসূচী আহবান করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের ১৪৪ ধারা জারি। বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ জারি বলবৎ থাকবে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।
জানা যায়, টাঙ্গাইল-২ ভূঞাপুর-গোপালপুর আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগ নেতা গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ও স্থানীয় সাংসদের ছেলে খন্দকার মশিউজ্জামান রুমেলের মাঝে মনোনয়নকে কেন্দ্র করে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে। নির্বাচন ঘনিয়ে আসায় এখন তা প্রকাশ্য রুপ নিয়েছে। উপজেলার নলীন মঈন উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার আসামীদের ফাঁসির দাবীতে জনসভা ও বিক্ষোভ মিছিলের ডাক দেয় উভয় পক্ষ। এর ফলে ওই এলাকায় উত্তেজনা দেখা দিলে প্রশাসন ১৪৪ ধারা জারী করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, গোপালপুর উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সাংসদের ছেলের অনুসারীরা একই বিদ্যালয়ের মাঠে পৃথক কর্মসূচী ডাকায় বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকে পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
এদিকে ঘটনার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। সাংবাদিক সম্মেলনে মৌখিক বক্তব্যে তিনি বলেন, উক্ত অনুষ্ঠানের জন্য ৪ দিন আগেই কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলাম। এজন্য মাইকিংসহ প্রচার প্রচারণাও চালিয়েছি। হঠাৎ করেই বৃহস্পতিবার সকালে প্রশাসন ওই স্থানে ১৪৪ ধারা জারী করেছে। স্থানীয় সাংসদ ও তার ছেলে আমার জনপ্রিয়তা দেখে হতাশ হয়ে ক্ষমতার অপব্যবহার করে এ ধরণের হীন কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের যদি বিচার চাইতেও না পারি তাহলে আমরা যাব কোথায়।

