হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃসুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ঐতিহ্যবাহী টেংরা টিলা গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষাবিদ দোয়ারাবাজারের গর্ভ টেংরা প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক মহুম আফছার উদ্দিনের জানাজার নামাজ আজ বুধবার বেলা ১১:৩০ ঘটিকায় সময় টেংরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়। তিনি ছিলেন এই এলাকার গুনি জনের একজন। তার হাতে গড়া শুধু টেংরা স্কুল নয়, উপজেলার অনেক বিদ্যালয় নির্মানে তিনি অগ্রনী ভুমিকা পালন করেছেন।
টেংরাটিলা এলায়কায় তার হাতে গড়া সহশ্র শিক্ষার্থী আজ সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন। তাইতু তিনি আজও টেংরা এলাকায় বড় স্যার হিসাবে পরিচিত। তিনি শিক্ষা বিস্তারের পাশা পাশি সমাজ উন্নয়ন, ধর্মিয় সাংস্কৃতিক কার্যক্রমে মানুষকে উৎসাহ দিতেন। তাইতু আফছার উদ্দিন স্যারের জানাজার নামাজে উপজেলার সকল রাজনৈতিক নেতা কর্মিসহ হাজার হাজার মানুষের ঢল ছিল চোখে পড়ার মত। জানাজার পুর্বমুহুতে সাবেক লক্ষী পুর ও সুরমা ইউপির
সাবেক চেয়ারম্যান শাহজাহান মাষ্টারের পরিচালনায়, মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, আফছার উদ্দিন ভুইয়া স্যার ছিলেন একজন সাদা মনের মানুষ। তার কারনে আজ টেংরা এলাকার মানুষ ঘরে ঘরে শিক্ষিত ও সরকারি চাকুরী জীবি। উনার নামে টেংরা স্কুলের ভবনের নাম করণ করা হবে।
এসময় আরও বক্তব্য রাখেন। উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক। সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুছ, দোয়ারাবজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক, জাতীয় পাটির নেতা জাহাঙ্গীর আলম, লক্ষি পুর উইপি চেয়ারম্যান আমিরুল হক। দোহালিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু, দোয়ারাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক আব্দুল খালিক, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন রানা, বোগলা বাজার ইউপি চেয়ারম্যান আরিফুল হক জুয়েল। সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ, বীরপ্রতীক আব্দুল হালিম, ফরিদ উদ্দিন মাষ্টার, টেংরাটিলার গর্ভ পুলিশ কর্মকর্তা উকিল উদ্দিন আহমদ, বজলুল মামুন, হারুন অর রশিদ, প্রমুখ।