মেহের আমজাদ,মেহেরপুর -নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রেরিত লিফলেট বিতরণের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতনতা সৃষ্টির লক্ষে মেহেরপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের স্কাউটস্ সদস্যদের সহযোগীতায় সকল শিক্ষার্থীদের মাঝে আগামি ২০ সেপ্টম্বর থেকে ওই সমস্ত লিফলেট বিতরণ করা হবে।
গতকাল বৃহষ্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক এক আলোচনা সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, বিআরটি-এর ইন্সপেক্টর এসএম সবুজ,প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দীন প্রমূখ।