মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুরের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন "ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর"এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহষ্পতিবার বিকালে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন"ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর"এর সভাপতি এ্যাডঃ আনোয়ার হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মেন্টুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন"ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর"এর সহ-সভাপতি নুরুল আহমেদ,রফিকুল আলম, মোঃ শাহজাহান, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক সায়েদুর রহমান সাজু, যুগ্ম সম্পাদক মেহের আমজাদ, শহিদুল ই্সলাম কানন, প্রচার সম্পাদক আবু লায়েছ লাবলু, সংগঠনের নির্বাহী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল চক্রবর্তী,অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হাশেম, কবি ফজলুর হক সিদ্দিকী প্রমুখ। সভায় সংগঠনের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,সাহিত্য পত্রিকা “স্রোত” প্রকাশ সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। সেই সাথে সাহিত্য পত্রিকা “স্রোত”এর জন্য আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে লেখা আহবান করা হয়েছে।

