জসিম উদ্দিন, বেনাপোল থেকে- যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪৭ হাজার ৪শ পাতা আমদানী নিষিদ্ধ ভারতীয় যৌন উত্তেজক ঔষধ জব্দ করেছে বডার গার্ড বিজিবি। সোমবার (০৩ সেপ্টেম্বর) সকালে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস রোড এলাকায় একটি ইজিবাইক থেকে এসব ঔষধ জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন খবর আসে, ভারত থেকে পাচার হয়ে আসা আমদানী নিষিদ্ধ একটি ঔষধের চালান নিয়ে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস রোডে চোরাকারবারীরা অবস্থান করছে। এমন সময় বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৪৭ হাজার ৪শ পাতা ভারতীয় আমদানী নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।
৪৯ বিজিবির বেনাপোল ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আমজাদ হোসেন জানান, আটক ঔষধ বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে বলে জানা যায়।

