হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধি-সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশ রবিবার বিকালে নাসতকা মুলক বিশেষ অভিষান কালে শিবির নেতা সহ ৫ জনকে আটক করেন।
আটককৃতরা হলেন শিবির নেতা জহিরুল ইসলাম পিতা আবুল হাসেম গ্রাম দঃ কলাউরা ইউনিয়ন বাংলাবাজার দোয়ারাবাজার সুনাম।
মোবাইলে খেলার মধ্যথেকে অভিষানে আটককৃতরা হলেন, আজিজুল ইসলাম (২৭) পিতা মৃত মিজান, হামিদ মিয়া (২৪) পিতা আব্দুল হাসিম, খলিল মিয়া (২৫) পিতা তাহের মিয়া, সর্বসাং ভুজনা উমর পুর, রুবেল মিয়া (২৮) পিতা সাইদ আলী, গ্রাম শরীফ পুর, উপজেলা দোয়ারাবাজার সুনামগঞ্জ।
এব্যাপারে দোয়ারাবাজার থানা অসি সুশীল রঞ্জন দাস গ্রেপ্তার কৃত আসামীদের কথা স্বীকার করে বলেন, আটককৃত আসামীদের আদালতে পেরণ করা হবে।