দোয়ারায় শ্রী-কৃষ্ণের জন্মাষ্ঠমী উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ০২, ২০১৮

দোয়ারায় শ্রী-কৃষ্ণের জন্মাষ্ঠমী উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি-দোয়ারায় পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৪তম শুভজন্মাষ্ঠমী উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি মদন মোহন জিউর আখড়া মন্দির থেকে বের হয়ে উপজেলা সদরের সকল গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে আবার আখড়া মন্দিরে এসে মিলিত হয়।

 বন্যাঢ্য র‌্যালীতে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মানিক লাল দে, আওয়ামীলীগ নেতা ডাঃ গোপিকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু, দোয়ারাবাজার মদন মোহন জিউর ইসকন এর পরিচালক নরোত্তম নিতাই দাস, পুজা উদযাপন কমিটির সভাপতি সোনাধন দে, গোরু দাস দে, তপন সরকার তপু, গৌরাঙ্গ লাল শিখদার, পুজা উদজাপন কমিটির সাধারণ সম্পাদক অজিত দাস, সাংগঠনিক সম্পাদক প্রতাব দাস, মলয় কান্তি দে, ডাঃ বিপ্রেশ ব্যানার্জী, বাপ্পা রায়, রিংকু দেব, সুমন রায়, সেন্টু দেব, বিজয় দাস, এডভোকেট তন্ময় চক্রবর্তী, নিটু দে,চিত্ত রঞ্জন দাস, ডাঃ মিতুল চক্রবর্তী, সন্দীপ সরকার তুষার, বিকাশ দাস, অতুল দাস, হিমাংশু দাস প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here