বাবর আল মামুন,নাগরপুর-
নাগরপুর উপজেলা সহবতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ, আয়োজিত মত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, জননেতা আহসানুল ইসলাম টিটু বলেন বাংলাদেশের উন্নয়নের বিশাল বাজেট রয়েছে।
আমাদের যিনি জাতীয় সংসদ সদস্য প্রতিনিধি হবেন তিনি তার নিজস্ব ক্ষমতা বলে উন্নয়ন বাজেটের অংশ না আনতে পারলে নাগরপুর-দেলদুয়ারের উন্নয়ন কি ভাবে সম্ভব নাগরপুর-দেলদুয়ারের উন্নয়ন করতে হলে যোগ্য নেতাকে নির্বাচিত করতে হবে। তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে তৃতীয় বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে, তবেই বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে তিনি তৃণমূলের সকল আওয়ামী লীগ, নেতাকর্মীদের নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান। উক্ত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি, খন্দকার ফজলুল হক, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মো. কুদরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুস ছবুর, যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল আলিম দুলাল সহ উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।